নগর প্রতিবেদক :
চান্দগাঁও থানার এএসআই কাজী মোঃ সালাউদ্দিন হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে কর্ণফুলীর সৈন্যার টেক এলাকা থেকে চোলাই মদের মাদক ব্যবসায়ীরা পুলিশের সংকেত না মেনে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যকে পিষে হত্যার ঘটনায় মোহাম্মদ জুয়েল নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা এডিসি আরাফাতুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলীর সৈন্যের টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ১১ জুন ভোরে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথার মেহেরাজ খান ঘাটা পেট্রোল পাম্পের সামনে দায়িত্বপালনের সময় চোলাই মদ পাচারের খবরে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয় এএসআই কাজী মোহাম্মদ সালাহউদ্দীন। কিন্তু মাইক্রোবাসটি পুলিশের সংকেত না মেনে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে চাপা মেরে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৯ জুন বোয়ালখালীর তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।