কক্সবাজার প্রতিনিধি:
রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।
আজ ১ অক্টোবর, শুক্রবার সকাল ১১ টায় কুতুপালং ক্যাম্প-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক বলেন, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
প্রসঙ্গত গত বুধবার (২৯ সেপ্টেম্বর)) রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সশস্ত্র একদল লোক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এর পর তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।