সীতাকুণ্ড প্রতিনিধি :
কক্সবাজার থেকে চট্টগ্রামে একটি এ্যাম্বুলেন্সে পাচার হচ্ছিল ইয়াবা। এ খবর পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র্যা্যা্যা্যাব-৭।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা।
৩১ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— এ্যাম্বুলেন্স ড্রাইভার মো. শাহিদ সোহেল (৪৫) ও হেলপার শিমুল শর্মা (২৩)।
র্যাব-৭ এর সহকারী সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করছিল। এমস খবর পেয়ে অভিযান চালিয়ে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।
এসময় তাদের গাড়ি তল্লাশি করে ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।