সীতাকুণ্ড থেকে প্রাইভেটকার জব্দসহ ৪০ কেজি গাঁজা নিয়ে আটক ৩

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাংলা বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় এসব গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,দিলীপ দে (৪৭), মো. কাউসার (২৭) এবং মো. আশিকুর রহমান (২৬)।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, গোপন তথ্য পেয়ে সীতাকুন্ড থানাধীন বাংলা বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি র‌্যাবের টিম।শুক্রবার রাত সাড়ে ১১টার সময় চেক পোস্টে আসা একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হলে সেটি থামানোর সংকেত দেন টিম।

এ সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।পরে তাদের দেওয়া তথ্যমতে প্রাইভেটকার থেকে ১ টি চটের এবং ২ টি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানান।