নগর প্রতিবেদক :
নগরীর পাঁচলাইশ এলাকায় পাহাড় কাটার দায়ে ১৩ জন ব্যক্তিকে ৩২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
রোববার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের খুলশি কার্যালয়ে শুনানি শেষে তাদের এ জরিমানা ধার্য করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম (মেট্রো) পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি বলেন, কিছু মানুষ ভবন নির্মাণের জায়গা তৈরি করতে দীর্ঘদিন ধরে পাঁচলাইশ এলাকায় নাগিন পাহাড় ধ্বংস করে আসছে। তারা ৩২ হাজার ৪৮৫ বর্গফুট পাহাড় সমান করেছে। এই অপরাধে এ জরিমানা ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর) এ কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক, জুনিয়রকেমিস্ট মোহাম্মদ ছানোয়ার হোসেন ও পরিদর্শক মো: সাখাওয়াত হোসাইন এর নেতৃত্বে নাগিনপাহাড়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। তখন ব্যক্তিগণকে ৩ অক্টোবর শুনানীতে হাজির হবার জন্য তাদেরকে নোটিশ প্রদান করা হয় ।