কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের পিএমখালীর চাঞ্চল্যকর মোরশেদ আলী প্রকাশ বলী মোরশেদ হত্যা মামলার আরো ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রবিবার (৮ মে) সকাল ১১টার দিকে র্যাব ১৫ এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মতিউল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম (৪৫), আজহারুল ইসলাম (৩২) ও জয়নাল আবেদীন (৪৮)।
র্যাব ১৫ এর উপ-অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম জানিয়েছেন, র্যাব সদস্যরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এনিয়ে এজাহারনামীয় ২৬ জনের মধ্যে ১২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
উপ-অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম আরও বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা মালেক, আলালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
গ্রেপ্তার আসামিরা সবাই স্বীকারোক্তি দিয়েছে-একটি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জের ধরে গত ৭ এপ্রিল চেরাংঘাট বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মোর্শেদ আলীকে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মাহমুদুল হক মেম্বার, তার ভাই মোহাম্মদ আলী ও মেম্বারের ৩ ছেলে। হত্যাকাণ্ডে অংশ নেয় ২০ জনেরও বেশি ঘাতক।