কলেজছাত্র জাহিদ হত্যার বিচারের দাবীতে চন্দনাইশয়ে মহাসড়ক অবরোধ

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব শত্রুতার জের ধরে খুন হওয়া কলেজছাত্রের বিচারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সেখানকার এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে কলেজ গেট এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং অবরোধ করে রাখে মহাসড়কে।

এতে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় অংশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চন্দনাইশ থানা পুলিশ।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে আছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে ৷ তাদের আশ্বস্ত করা হয়েছে যে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে গতকাল বুধবার (১৮ মে) রাতে পূর্ব বিরোধের জের ধরে মারামারিতে জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন জাহেদুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আরও দুজন।