নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ৭ বছর আত্মগোপনে থাকা লাইলী নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাইলী ময়মনসিংহ জেলার নান্দাইলস্থ বীর কামাটখালীর নজরুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি জানান, হত্যা মামলার ওয়ারেন্ট ও চার্জশিটভুক্ত পলাতক আসামি লাইলী চট্টগ্রামের হাটহাজারী এলাকায় লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারীর পর অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরো বলেন, আসামি লাইলী স্বীকার করেছেন তিনি ওই ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ও সেদিনের ডাকাতি, হত্যা করে মরদেহ গুমের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ২০১৫ সালে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় ১০/১২ সদস্যের ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করতে যায়। বিপুল পরিমাণ র্অথ ও স্বর্ণালঙ্কার লুট করার পর তারা জানতে পারে বাড়ির মালিক তো বাসায় একা থাকে। এ সুযোগে তারা বাড়ির মালিককে হত্যা করে মরদেহ লুকানোর চেষ্টা করে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা হলে কয়েকজন ডাকাত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও মামলার অন্যতম আসামি লাইলী (২৫) অধরাই থেকে গিয়ে ছিলো।