কিশোর গ্যাংয়ের আঘাতে শরীরে ১০০ সেলাই, গ্যাংয়ের হদিস পাচ্ছে না পুলিশ

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ার কেঁওচিয়ায় চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাং লিডার পারভেজ ও তার অনুসারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে জালাল উদ্দীন নামক এক ব্যক্তি। জালাল উদ্দীন কেঁওচিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে কেরানীহাটে টিউবওয়েলের সরঞ্জাম কিনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে ওই জালাল উদ্দীনের শরীরে হয়েছে ১০০ সেলাই বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে জালাল উদ্দীন। এ ঘটনায় আহত হয়েছে কবির আহমদ নামে আরেক পথচারী।

অথচ এই ঘটনার প্রায় ২৪ ঘন্টা পাড় হয়ে গেলেও ওই কিশোর গ্যাং লিডার ও তার অনুসারিদের হদিস মিলাতে পারছে না পুলিশ।

এতে করে ওই এলাকায় চরম থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে পৌরসভার ভোয়ালিয়া পাড়ায় শিশু বলাৎকারকারী বাবলাকেও এখন পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।

পুলিশের তথ্যমতে পারভেজ কেঁওচিয়া চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে টিওবওয়েলের সরঞ্জাম কিনতে কেরানীহাট যাচ্ছিলেন জালাল উদ্দিন। পথিমধ্যে, কিশোর গ্যাং লিডার পারভেজ ও তার অনুসারী রিমন, শাকিল, আজাদ, মনজুর, তারেক, সেলিম তাকে ছুরিকাঘাত করে। এতে তার অবস্থা গুরুতর দেখলে তারা পালিয়ে যায়।