

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও সদরের মো. আইয়ুব আলী মজুমদার (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ধলিয়া ব্রিজের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন খোকন বণিক (৪৫) নামে আরও এক মোটরসাইকেল যাত্রী।
জানা যায়, সে তবলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব।বিষয়টি নিশ্চিত করেন বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ।
তিনি বলেন, বিকেলের দিকে মাটিরাঙ্গার তবলছড়ি নতুনবাজার থেকে স্বর্ণ দোকানি খোকন বণিককে নিয়ে মাটিরাঙ্গা সদরে আসছিলেন। তবলছড়ি নতুনবাজার থেকে রওনা দিয়ে বড়নাল ইউনিয়নের ডাকবাংলা মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. রাসেল মিয়া নিহত হয়। এসময় তার মাথা পুরোপুরি থেতলে যায়।
ঘটনার পরপরই গুরুতর আহতাবস্থায় তবলছড়ি নতুন বাজারের স্বর্ণ ব্যাবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা খোকন বণিককে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।
অপরদিকে।মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালের দিকে দিকে এঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী মজুদার মাটিরাঙ্গা উপজেলাধীন কাইশ্যারামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার স্ত্রী আলেয়া বেগম মাটিরাঙ্গার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার মাটিরাঙ্গার দারুচ্ছুন্নাহ মাদরাসা জামে মসজিদ থেকে জোহরের নামাজ আদায় শেষে মসজিদের পাশেই ধলিয়া ব্রিজের উপর থেকে লাফিয়ে শতাধিক ফুট গভীরে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে সেতু উপর থেকে সাবেক স্কুল শিক্ষকের লাফিয়ে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সেখানে তার ছাত্র-ছাত্রীসহ শতশত মানুষ ভীড় করেন। পরে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ থানা পুলিশকে জানালে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈয়ব আলী মজুদমদার বলেন, দীর্ঘদিন ধরে তার বড় ভাই (মো. আইয়ুব আলী মজুমদার) মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
স্ত্রী স্কুলে গেলে তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। এর আগেও কয়েকমাস আগে তিনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পাওয়া যায়।