খাগড়াছড়িতে তিন ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রসাশনের কর্মকর্তারা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড়ের হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে উঠা তিন ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রসাশনের কর্মকর্তারা।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলা ও দাতারামপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

এগুলো হলো: জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকস এবং মদিনা ব্রিকস ফিল্ড।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন।

সে মোতাবেক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।