মোটরসাইকেল চুরির অভিযোগে মানিকছড়িতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশিদ (৩৫) ও ছাত্রলীগের সহ-সম্পাদক জনি দত্ত (২২) দুই জনকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ মোটরসাইকেল চুরির এক মামলায়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

শনিবার (৭ মে) দিবাগত রাতে মানিকছড়ি উপজেলা বড়ডলু এলাকা থেকে ফটিকছড়ি ও মানিকছড়ি থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক মো. হারুনুর রশিদ (৩৫) উপজেলার বড়ডলু মুসলিম পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে এবং জনি দত্ত একই ইউনিয়নের নাথপাড়ার রতন দত্তের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির সাথে আরো যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার এসআই জিয়াউল হক জিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছি। অভিযানে মানিকছড়ি থানা পুলিশ আমাদের সহযোগিতা করেছে।