সেনাবাহিনীর অভিযানে বাঘাইছড়িতে ভারী আগ্নেয়াস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২টি একে-৪৭ অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী ।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩ থেকে আড়াই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর আস্তানায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন ১২ বীর বাঘাইহাট জোন, সেনাবাহিনী।

বাঘাইছড়ি সেনা সুত্র জানিয়েছে, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক একটি বিশেষ অভিযান দল এই স্থানে অভিযান চালায়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। এ সময় এই স্থানে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ২একে-৪৭, ২একে-৪৭ ম্যাগাজিন, ১৩রাউন্ড এ্যামুনিশন, ২টি মোবাইল ও ৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান নথিপত্র উদ্ধার করা হয়।