চট্টলা ডেস্কঃ নগরীর কুসুমবাগ আবাসিক এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মোঃ মাসুদ কামাল (প্রকাশ কিলার কামাল)(৪২)কে গ্রেফতার করেছে খুলশি থানা পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারী) আনুমানিক দুপুর সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান জানান, খুলশী থানার একটি টিম কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি কিলার কামালকে গ্রেফতার করা হয়। কামালের বিরুদ্ধে মাদক দ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ বিভিন্ন থানায় প্রায় ১৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মাসুদ কামাল বরগুনা জেলার নাচনাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।