

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে রাত ৯ টা ২০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪।
রোববার (১ মে) নগর সহ এর আশপাশের উপজেলাগুলোতে এই ভুকম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ৪ দশমিক ৪ এই কম্পনের উৎপত্তিস্থল আসামের গোহাটিতে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া বা তাদের কাছে আসে নি।