চট্টগ্রাম থেকে চুরি যাওয়া দুই শিশু ফেনী ও লক্ষীপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর বন্দর ও ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ৩ বছর ও ৮ মাসের দুইটি শিশুকে ফেনী সদর উপজেলা ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

দুই শিশু উদ্ধারের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

যাদের মধ্যে ৬ জন আগেও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) নগরের ইপিজেড ও বন্দর থানা পুলিশের আলাদা অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, গত ২২ সেপ্টেম্বর বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকা থেকে জেমি নামের ৩ বছর বয়সী এক শিশু নানির সাঙ্গে আসার সময় চুরি করে নিয়ে যায় এক যুবক। মামলার তদন্ত করতে একপর্যায়ে মঙ্গলবার মীরসরাই উপজেলার বারৈয়াহাট এলাকা থেকে জয়নাল আবেদীন ওরফে সুমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যে ফেনী সদর উপজেলা থেকে আমেনা আক্তার নামে এক নারীর হেফাজত থেকে জেমিকে উদ্ধার করা হয়।

সুমন এই চুরি করা শিশু জেমিকে তার শ্যালিকার মেয়ে বলে দত্তক দিয়েছিল।

বিনিময়ে সুমন তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিল।

এদিকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গত ২৭ অক্টোবর ইপিজেড থানার নিউমুরিং এলাকা থেকে ৭ মাসের শিশু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থেকে রোমানা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।