নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ফটিকছড়ির সুয়াবিলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত কঙ্কাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) আনা হয়েছে পরীক্ষার জন্য।
এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার হাজি আবুল কাশেমের বাড়ির পুকুর থেকে মানুষের কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
ওই এলাকার প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার সকালে জেলেরা মাছ ধরতে নামলে পানিতে কঙ্কালসদৃশ একটি বস্তু দেখতে পায়। প্রথমে বিষয়টি কেউ আমলে নেয়নি। পরে রাত সাড়ে ১১টায় বস্তুটি আবার ভাসতে দেখে স্থানীয়রা ভূজপুর থানা পুলিশকে খবর দেয়। তারা এসে এটি উদ্ধার করে।
এদিকে, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন ফারুকী বলেন, ‘এটি একটি কঙ্কালের অংশবিশেষ। তবে এটি কিসের কঙ্কাল তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যাচাই-বাছাইয়ের জন্য এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’