নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল এর শ্রদ্ধেয় পিতা মোঃ ইউছুপ ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”
বুধবার (২৯মার্চ) রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৬ বছর। চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। বয়স্ক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
তার অপর সন্তান শহীদ ছাত্রনেতা এনাম রাজনৈতিক জীবনে একজন দুর্বার সৈনিক ছিলেন।
মরহুম মোঃ ইউসুফের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত ভালো ও দ্বীনদার পরহেজগার মানুষ ছিলেন বলে জানান এলাকাবাসী। তিনি তাঁর জীবন দশায় অনেক মানুষের সামাজিক সহযোগিতায় এগিয়ে এসেছেন ।
এদিকে কাউন্সিলর এসরারুল হক এসরাল এর পিতার মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন আওয়ামী রাজনৈতিক দলের নেতারা ছুটে আসেন। সে-ই সাথে এলাকার শত শত সাধারণ মানুষ শেষবারের মতো দেখতে আসেন মরহুম’কে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ অনেকেই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা সহ পরিবারের সদস্যদের প্রতি শোকবার্তা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০মার্চ) বাদ যোহর চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।