টাকা মিলল পাবনায় কলসিতে ! ওয়ালটনের টাকা মেরে উধাও মার্কেটিং প্রধান

নিজস্ব প্রতিবেদক :

ফারুক হোসেন (৩২) নামের ওয়ালটনের চট্টগ্রামের মার্কেটিং বিভাগের প্রধান টাকা মেরে পালিয়ে আছে বেশ কিছুদিন। একমাস ধরে তিনি কোম্পানির টাকা তুলে নিজের স্ত্রীর হেফাজতে রাখছিলেন। এ টাকা যখন ৭৭ লাখ টাকা হয়- তখন সেই টাকা কোম্পানিকে জমা না দিয়ে তিনি স্ত্রীসহ চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে চলে যান। এ ঘটনায় ওয়ালটন থেকে গত ২২ এপ্রিল ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়

।মামলার পর পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে গতকাল শনিবার (৩০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ফারুক হোসেনের আত্মীয়ের বাড়ি পাবনার হেমায়তপুর তার স্ত্রী নুরজাহান বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, পাবনা সদর থানা পুলিশের সহযোগিতায় হেমায়েতপুর ফারুক হোসেনের আত্মীয়ের বাড়ি থেকে শনিবার তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে কলসি ও টিনের জারে রাখা নগদ ৩২ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। তবে ফারুক হোসেনকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।