দামপাড়া মেরিডিয়ানের নির্মাণাধীন বহুতল ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের দামপাড়ায় মেরিডিয়ানের নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রোববার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের ওয়াসা মোড়ে বাওয়া স্কুলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাঈনুদ্দীন চৌধুরী বলেন, সেখানে কিছু ফোম রাখা ছিল।সে কাপড়ে শ্রমিকরা সিগারেট ফেলে। পরে সিগারেটের আগুন ছড়িয়ে যায়।সব শ্রমিককে সরিয়ে নিয়া হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কমকর্তা আব্দুল মালেক জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে।

পরে এক ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানস্থ মোট আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি, তবে জান মালের কোন ক্ষতি হয়নি এটাই আমাদের জন্য ভাল খবর।

এদিকে আগুন লাগার খবরের ভবনের আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকার বহু অফিস ভবন থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নেমে আসে। এতে করে কিছুক্ষণের জন্য সড়কে যানজট দেখা দেয়।

ভবন নির্মাণকাজে জড়িত কন্ট্রাক্টর বাদশা বলেন, বেশকিছু শ্রমিক সেখানে কাজ করছিল।আগুন লাগার বিষয়টি জানার পর কর্তৃপক্ষকে অবহিত করি। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।