উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকের গাছের সঙ্গে ধাক্কা: হেলপার নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া মহাসড়কের পাশে গাছের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় তৈয়ব (২০) নামের হেলপার নিহত হয়েছেন। এতে চালক হাসান (৩০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হিজলিয়া স্টেশনের বাম পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় কক্সবাজারমুখী পণ্যবাহী একটি ট্রাক। এ সময় গাছটি উপড়ে যায়, ট্রাকের ভেতরে থাকা ২ জনকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় ১ জনকে জীবিত ও অন্যজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত ওই ব্যক্তি ট্রাকের হেলপার। হেলপারের মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এবং আহত ট্রাক চালক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।