কক্সবাজারের রিসোর্টে নারী পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের রিসোর্ট থেকে ফারজানা (২৪) নামে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাতলী এলাকার আমারী রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। হোটেলে ওঠার সময় গেস্ট এন্ট্রি বইতে ফারজানা এবং তার সঙ্গে থাকা অপর একজনের বাড়ি কুমিল্লার চান্দিনা থানায় বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সুপার মহিউদ্দিন আরও বলেন, ‘মঙ্গলবার সকালে সাগর নামে এক ছেলের সঙ্গে ফারজানা ওই রিসোর্টে ওঠেন। সকাল ১১টায় তাদের কক্ষে কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙে ভেতরে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু এখনও সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করি।’

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।