কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে ‘ওটি ওশান’ নামে তেলের ট্যাংকার বিস্ফোরণের পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম নজরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রিজঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির বাড়ির আবুল হাশেমের ছেলে।
সদরঘাট নৌ-থানার এএসআই কুমারেশ এ তথ্য নিশ্চিত করে জানান, চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির বাড়ির আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বুধবারে (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের চরপাথরঘাটার ২ নম্বর ওয়ার্ডের লেবুরঘাট এলাকায় ভাসমান তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন তিন শ্রমিকেরা। পরে স্থানীয় মাঝিরা নদী থেকে দুই জনকে উদ্ধার করলেও সাদ্দাম নামের ওই শ্রমিককে খুঁজে পাওয়া যায় নি।
এ দূর্ঘটনায় মো. জিসান (২১) নামে এক শ্রমিক নিহত হন। তিনি পটিয়ার তেকোটা এলাকার জসিম উদ্দীনের ছেলে।