খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে এস আলম পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপভ্যানে ধাক্কা দিলে ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছে। এসময় দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি।
শনিবার (২ অক্টোবর) সকালে শহরের জিরোমাইলের মহালছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান (৪৫), কনস্টেবল আবু ইউছুফ (২৮), মো. তানভীর হোসেন (২৫), ঈশ্বর চাকমা (৩২), সেলিম রেজা (২৫) ও পিকআপচালক সুজন চাকমা (২১)। আহতদের মধ্যে কনস্টেবল ইউছুফ ও তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল হাসান খান জানান, ‘বেপরোয়া গতিতে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আমরা বাসটি জব্দ করেছি।’
এদিকে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিকআপভ্যানে পুলিশের একটি টহল দল জিরোমাইলের মহালছড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সেখানে পিকআপভ্যানটি দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই পিকআপভ্যানটিকে জোরে ধাক্কা দেয়। দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এতে পিকআপে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।