পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া থানার সামনে নোঙর নামে একটি হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনি ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ত্রণে আনে। এতে প্রায় লাখ টাকার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ত্রণে আনি। কেউ হতাহত হয়নি এ অগ্নিকাণ্ডের ঘটনায় বলে জানান তিনি।
পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ জানায়, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।