পটিয়া প্রতিনিধি:
পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে অমিত মল্লিক (২১) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) পৌরসভার মুন্সেফবাজার নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের ২য় তলায় এ ঘটনাটি ঘটে।
অমিত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রামশীল লখন্ডা গ্রামের অরুন মল্লিকের ছেলেেবলে জানা গেছে ।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম ঘটনার বিবরণে জানান, পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে জসিম টাওয়ারের ২য় তলায় অমিত মল্লিক নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করি। পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন তার বোন অর্পিতা। বড়বোন অর্পিতা মল্লিকের সাথে ভাড়া বাসায় থাকতেন অমিত। প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই রাতে ভাত খেয়ে ঘুমাতে যায় অমিত। সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি বলে জানান তিনি। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।