লোহাগাড়ায় নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের লাশের সন্ধান

লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়ায় নিখোঁজের দুদিন পর মেঘ নাথ দে (৮৫) নামে এক বৃদ্ধের ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে জঙ্গল পদুয়া আনন্দ আলী বকসু চৌকিদার বাড়ি এলকায় হাঙ্গর খালের পাড়ে একটি বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেঘ নাথ দে উত্তর পদুয়া বারি পাড়া এলাকার মৃত অনঙ্গ মোহন দের ছেলে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, লাশ উদ্ধারের খবর পেয়েই ওসিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের টিম সুরতহাল শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

নিহত মেঘ নাথের ছেলে পরিমন দে বলেন, রোববার বাবা বাড়ি থেকে কখন বের হয়েছে জানি না। বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। অবশেষে স্থানীয়রা লাশের সন্ধান দেয়। নিহত মেঘ নাথ দে’র স্ত্রী গীতা রানীর দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয়। শত্রুতার জেরে তাকে কেউ হত্যা করেছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে ভাত খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে বাড়ি থেকে পরিবারের লোকজনের অগোচরে বেরিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া গেছে।