নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মোট ৯ টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে দেওয়ান হাট ব্রিজের পাশে রেল লাইনের পাশে একটি টায়ারের গুদামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।