৯৯৯-এ ফোন পেয়ে সাগর থেকে ১৫ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

নোয়াখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন সাগরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রবিবার দুপুরে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী জাহাজ বিকল হয়ে পড়া নৌকাসহ সেখান থেকে সন্ধ্যায় ওই ১৫ জন জেলেকে উদ্ধার করা হয়। পরে ভাসানচর উপকূলে নিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্যসামগ্রী দেয়া হয়।

তিনি আরও বলেন, সাগরের পরিস্থিতি ভালো না থাকলেও উদ্ধারকৃত ১৫ জেলে বর্তমানে সুস্থ রয়েছেন। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

কোস্ট গার্ড হেডকোয়ার্টারের গোয়েন্দা পরিদপ্তরের লে. কমান্ডার মোহাম্মদ আমিরুল জানায়, ভোলা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসেছিল এই ১৫ জেলে। বোটটি ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। আশেপাশে কোন বোট না পেয়ে তারা কারো সাহায্য নিতে পারেনি। পরে বোটটি বিকল অবস্থায় ভাসতে ভাসতে ভাসানচর চ্যানেলের কাছাকাছি পৌঁছলে ৯৯৯-এ ফোন করে কোস্ট গার্ডের কাছে সহযোগিতা চায় জেলেরা। সংবাদ পেয়েই রবিবার দুপুরে ছুটে যায় কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী টিম। তারা সকলে সুস্থ আছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি খাদ্যসামগ্রীও দেয়া হয়েছে। তারা সকলে হাতিয়ার মানুষ বলে জানতে পেরেছি।’ অতি শীঘ্রই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।