ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে বহুল আলোচিত বাবা-ছেলে হত্যাকাণ্ডের রহস্য এক বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম।
পিবিআই সুত্র জানায়, কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে বাবা-ছেলে হত্যার ঘটনা একইসূত্রে গাঁথা। পাহাড়ে ইজারার জমির নিয়ন্ত্রণ নিয়ে এজাহার মিয়া (৭০) ও তার ছেলে ফকির আহাম্মদ (৩৩) কে হত্যা করা হয়েছিল। এ মামলায় গ্রেফতার মো. ফিরোজ (৩৮) ও মো. সালাহউদ্দিন প্রকাশ মান্নান (২৮) ও এখলাছ কে আদালতে পাঠালে মান্নান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি ধারাল দাও উদ্ধার করা হয় বলে জানায় সুত্রটি।
জানা যায় গত ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের পাহাড়ি কৃষি খামারে কাজ করার সময় ফকির আহাম্মদ নিখোঁজ হন। পরদিন সকালে মানিকপুরের দুইদ্যাখালে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা এজাহার মিয়া বাদি হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর চলতি বছরের ২৪ জুন সকালে নিজের কৃষিজমিতে কাজ করতে গিয়ে আর বাড়ি ফিরেননি এজাহার মিয়া। পরদিন বিকেল ৩টায় তার মরদেহ জমির পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে পাওয়া যায়। এ ঘটনায় তার স্ত্রী নাছিমা বেগম বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান জানান , ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে বাবা-ছেলের বহুল আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ফিরোজ ও এখলাছকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।