ফেনী প্রতিনিধি:
চট্টগ্রামের ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশের কল্যাণ সভায় পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (১৭মে) মডেল থানার পরিদর্শক তদন্ত আব্দুর রহিম সরকার ও এসআই রবিউল হককে কাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশের কল্যান সভায় পুরস্কৃত করা হয়েছে।
আব্দুর রহিম সরকার এপ্রিল মাসে ফেনী জেলার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হন।
এছাড়া উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রবিউল হককে নগদ টাকা ও সনদ প্রদান করা হয়।
মঙ্গলবার পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, বদরুল আলম মোল্লা, থোয়াই অং প্রু মারমা (সদর সার্কেল) ও সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল মাশকুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক রবিউল হক এ সম্পর্কে জানান, পুরস্কার পেতে কার না ভালো লাগে, আর সেটি যদি কাজের স্বীকৃতিস্বরূপ হয় তাহলে কাজের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যায়।