

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ট্যুরিস্ট পুলিশ সুপার বান্দরবান রিজিয়নের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের অফিসে আসে।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির অফিসে প্রতিনিধি দলকে অভ্যার্থনা জানান। তাঁর অফিসেই প্রতিনিধি দল বান্দরবান ট্যুরিজম উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করে।
৪ হাজার ৪৮০ বর্গকিলোমিটার আয়তনের বান্দরবন পার্বত্য জেলায় মাত্র ১ হাজার ৭০০ কিলোমিটার সমতল ভূমি হলেও বাকি আড়াই হাজার বর্গ কিলোমিটার ভূমিতে রয়েছে বান্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়-নদী-বৃক্ষরাজি সবই রয়েছে বান্দরবনে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড় কেও ক্রাউডং ছাড়াও গহীনে রয়েছে জাদিপাই, তিনাপ সাইতারের মত নাম না জানা অসংখ্য প্রায় শতাধিক ঝর্ণা।
কিন্তু বিনোদনের এত কিছু থাকার মাঝেও পর্যটকদের সমস্যার অন্ত নেই। এ অবস্থায় বান্দরবন পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজ হাব গড়ে তুলার কাজে সর্বাত্মক সহযোগিতা জেলা প্রশাসকের কাছে চাওয়া হয়।
জেলা প্রশাসক তিবরীজি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এক সাথে ট্যুরিজম উন্নয়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমিউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। অনেক জায়গায় নিষিদ্ধ হবার কারনে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় নিরাপত্তা দিতে তারা অপারগ।
এ সময় তিনি জেলা প্রশাসককে অনুরোধ করেন ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো খুলে দিতে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডারের সাথে আলোচনা করার জন্য । প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ জেলা প্রশাসককে শুভেচ্ছা ক্রেস্ট উপহার প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন এনডিসি, আরডিসি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।