নিজস্ব প্রতিবেদক:
চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনএসআই কে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আতুরার ডিপোর কামরাবাদে অভিযান চালিয়ে এনএসআই এর একটি চৌকস দল ও বায়েজিদ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারকের নাম আতোয়ার রহমান। সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি চাকরি প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মোঃ আতোয়ার রহমান মৃত আজিজুল হক এর ছেলে এবং পূর্ব খামার দশলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি চাকুরী প্রত্যাশীর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা লেনদেন কালে হাতে নাতে ওই প্রতারককে আটক করা হয় । এছাড়া, তার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের চেকবই, নকল কর্মকর্তার ষ্ট্যাম্প সীল, একাধিক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি পাওয়া গিয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।