বায়েজিদে চুরি যাওয়া বাইক ডিবি পুলিশ উদ্ধার করলো কুমিল্লায়, আটক দুই

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে কালো লাল রঙের চোরাইকৃত মোটরসাইকেল মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ অভিযান চালিয়ে উদ্ধার সহ ২(দুই) জন আসামীকে গ্রেফতার করেছে।

উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ পরিদশক(নিরস্ত্র) মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ মহসিন উদ্দীন রুবেল, এসআই মোঃ কামরুল হুদা অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বায়েজীদ বোস্তামী থানা এলাকায় হইতে চুরি হয়ে যাওয়া ১টি লাল কালো রংয়ের পালসার মোটর সাইকেল সহ আব্দুল ওয়াহাব সুমন(৩৪) ও মোঃ আলী হোসেন(৪০) নামে দুই জনকে আটক করে।

তিনি আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী আব্দুল ওয়াহাব সুমন(৩৪) গত ১ ফেব্রুয়ারি রাতে অনুমান ২.৩০টার সময় বায়েজীদ বোস্তামী থানাধীন আলপনা কমিউনিটি সেন্টারের সামনে হইতে চুরি করে এই পালসার মোটর সাইকেলটি এবং আসামী মোঃ আলী হোসেন(৪০) কে দাউদকান্দি মডেল থানাধীন গৌরিপুর এলাকায় পুনরায় বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখা হয়েছে।

আটক আব্দুল ওয়াহাব সুমন(৩৪) ও মোঃ আলী হোসেন(৪০) মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।