নিজস্ব প্রতিবেদক:
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে অন্যান্য সরকারি ও বেসরকারি সেবা সংস্থার পাশাপাশি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
শনিবার (১৩মে)জরুরি সেবা চালু করার পর এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহমেদ। এর মাধ্যমে ঘূর্ণিঝড় পূর্ববতী ও চলাকালীন এবং পরবর্তীতে যে কোনো ধরনের সেবা প্রদান করা হবে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহমেদ জানান, তিনি (০১৩২০১০৭৪০২) ফোন নাম্বার নিয়ে ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে এর দায়িত্ব পালন করেবেন। এই সেবা আওতায় ০১৩২০১০৯৩৯৮, ০১৩২০১০৮৩৯৯, ০২-৩১৩৫৫৫৪৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এর মাধ্যম দিনব্যাপি জেলা পুলিশ ঘূর্ণিঝড় সংক্রান্ত ফোন রিসিভ এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রামের সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মীরসরাই, জোরারাগঞ্জ থানা, উড়িরচর ফাঁড়ির এর আওতাধীন এলাকায় জনসাধারণকে সাইক্লোন সেন্টারে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামের ১৭ টি থানায় ৯৪১টি সাইক্লোন সেন্টার মানুষকে সরিয়ে নিতে জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের পরে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।