কাপ্তাইয়ে বালুবাহী ট্রাক পিষে মারলো নগরীর পাথরঘাটার পারুলকে, আহত আরো ২

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে প্রথমে বাইক ও অটোরিক্সাকে ধাক্কা দিয়ে সেই অটোরিক্সা থেকে ছিটকে পড়া গৃহবধূকে পিষে দিয়েছে একটি বালুবাহী ট্রাক। পরে ঘটনাস্থল থেকে ৫ মিনিটের দূরত্বে থাকা খ্রিস্টিয়ান মিশন হাসাতালে নেয়ার আগেই মারা যায় ওই গৃহবধূ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

রবিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার রাইখালী ফেরিঘাটে।

নিহত গৃহবধূর নাম পারুল দাশ (৫০)। তিনি চট্টগ্রাম নগরীর পাথরঘাটার বাসিন্দা। আর আহত ব্যক্তিরা হলেন- নিহত পারুল দাশের স্বামী মাখন দাশ (৬২) ও বাইকচালক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪ টায় পার্শ্ববর্তী রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া থেকে আসা বালুবাহী একটি ট্রাক ফেরিতে উঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এই ট্রাকটি দুইটি মোটরসাইকেল ও দুইটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে পারুল দাশ ও স্বামী মাখন দাশ। এছাড়া ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোহাম্মদ জামাল হোসেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, কিন্তু ঘটনাস্থল থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে থাকা ওই হাসপাতালে নেয়ার পথেই মারা যান গৃহবধূ পারুল দাশ। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই পালিয়ে যান ট্রাকটির চালক।