রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি উল্টে আহত ৪, নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি:

রারাঙ্গামা বিলাইছড়িতে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার ফারুয়া ইউনিয়নের তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা ফারুয়া ইউনিয়নের তাংকইতাং গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সেনাপু তঞ্চঙ্গ্যার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন- স্থানীয় ভাঙ্গোমুনি তঞ্চঙ্গ্যার ছেলে তালেম মুনি তঞ্চঙ্গ্যা, কানংগ তঞ্চঙ্গ্যার ছেলে সুশীলো তঞ্চঙ্গ্যা, কালা কুমার মারমার ছেলে ক্যপতি মারমা ও কিনাঙ্গ কুমার তঞ্চঙ্গ্যার ছেলে রিপন তঞ্চঙ্গ্যা। তারা সবাই তাংকইতাং এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

তিনি জানান, ফারুয়া বাজার এলাকায় থেকে তাংকইতাং যাওয়ার পথে তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কালাম নামে এক বিস্কুট কোম্পানির মালবাহী গাড়ি। এর মধ্যে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা নামে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তার।