

রাঙ্গামাটি প্রতিনিধি :
চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম (৪০), মিজানুর রহমান শুভ (২০) নামে দুই ফল ব্যবসায়ি নিহত হয়েছেন।
রবিবার (১০ এপ্রিল) বিকেলে জেলার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম চট্টগ্রাম ফলমন্ডী থেকে রাঙ্গামাটি ফল সাপ্লাইকারী মো. শফিক আত্তারী (শফি রাঙ্গামাটি) এর পার্টনার হিসেবে ব্যবসা করতেন। আর মিজানুর রহমান শুভ রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনিও ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া। তিনি বলেন, ঘাগড়া সেনা সেনাবাহিনী তাদের নিজস্ব অ্যাম্বুল্যান্স যোগে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে, মিজানুর রহমান শুভকে মৃত ঘোষণা করে এবং ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দুজনই ফল ব্যবসায়ী। হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত ইব্রাহিমের স্ত্রী পারভীন আক্তার জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় রবিবার বিকেলেও চট্টগ্রামের অক্সিজেন থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাঙামাটিস্থ নিজ বাসায় মোটর সাইকেলযোগে ফিরছিলেন দুই বাসিন্দা ইব্রাহিম ও শুভ। তবে ঘাগড়ার মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি অজ্ঞাতনামা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুইজনের মধ্যে শুভ নামের এক যুবক হাসপাতালে আনার আগেই মারাগেছে। অপরজন ইব্রাহিম জরুরি বিভাগে আনার কয়েক মিনিটের মধ্যেই মারাগেছে। মূলত দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েই দুজন মারা গেছে।