রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্যার দোকান এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত জামাল উদ্দিন উপজেলার কোদালা ইউনিয়নের সেয়ানবাড়ী এলাকার মরহুম আব্দুল গণীর ছেলে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মাইনুল করিম বলেন, জামালের মাথায় গুরুতর জখম হয়েছিল। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রোয়াজারহাটের সাপ্তাহিক হাটে বাজার করে বাড়ি ফেরার পথে চন্দ্রঘোনা বুইজ্যার দোকানে নেমে সড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় লিচুবাগানগামী একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা জামালকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।