রুমেন চৌধুরী, চট্টগ্রাম
ভারতের ম্যারেঙ্গো হাসপাতালের প্রচেষ্টায় ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করছে ইন্দোমেড হাব বাংলাদেশ নামক একটি কমিউনিটি।
রোববার (১৯ মার্চ) সকালে এ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের সিউরসেল মেডিকেল (বিডি) লিমিটেডে হেলথ ক্যাম্প করা হবে বলে জানান তারা।
শনিবার (১৮মার্চ) বিকেলে এ সম্পর্কিত যাবতীয় বিষয়বস্তুর বিস্তারিত তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সংস্থাটি।
সাংবাদিকদের জানানো হয় জটিল সব রোগের চিকিৎসা ভারতের ম্যারেঙ্গো হাসপাতালে স্বল্প সময়ে অল্প খরচে করার ব্যবস্থা করবেন ইন্দোমেড হাব বাংলাদেশ। দুটি ল্যাবের মাধ্যমে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে ভারতে হাসপাতালে নেয়া হবে রোগীদের এবং সেখানে সবার আগে রোগীর সেবা প্রদানের দিকটাই সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্দোমেড হাব ভারতের কর্ণধার বাদল কুমার, ইন্দোমেড হাব বাংলাদেশের কর্ণধার অমিত কানসাল ও নাজমুন আহমেদ চৌধুরী।
এছাড়াও ম্যারেঙ্গো এশিয়া হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তা মিসেস রেনু তিয়াগী, গুজরাটের সিআইএমএস হাসপাতালের বি.মাভানি-নেফ্রোলজি এবং কিডনি প্রতিস্থাপন বিভাগের ডাঃ সিদ্ধার্থ, অনকোসার্জন কনসালট্যান্ট ডাঃ নিতিন সিংহল উপস্থিত ছিলেন।