লোহাগাড়া চুনতিতে আবারো দুর্ঘটনা: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রাম-কক্সবাজার লোহাগাড়া মহাসড়কে আবারো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টার দিকে চুনতি মিঠার দোকান এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তবে এবারের দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া যায়নি, আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মকসুদ আহমেদ বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ১০ জনের মতো আহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি মিঠার দোকান এলাকার ঝুকিপূর্ণ বাঁকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের এসি বাসটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হানিফ পরিবহনের বাসটি মহাসড়কের উপর পড়ে ছিল।

অপরদিকে, শ্যামলী পরিবহনের বাসটি সড়কের পাশে গাছের সাথে আটকা পড়ে। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়নি। এতে রক্ষা পেয়েছে শ্যামলী পরিবহনের বাসের যাত্রীরা।

এদিকে, দোহাজারী হাইওয়ে থানার এএসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাস্থলে আহত অবস্থায় কাউকে পাওয়া যায়নি। বাস দু’টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।