ফটিকছড়ি প্রতিনিধি:
“বিশ্ব মজলুম এবং বিশ্বমানবতার মুক্তির জন্যে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর দোয়া কামনা “বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (কঃ) ফয়েজপ্রাপ্ত প্রধান খলিফা গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর (কঃ) উরস্ শরিফ মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে মহা সমারোহে উদযাপিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত উরস শরিফ মাহফিলে সদারত করেন গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) এর প্র-পৌত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) একমাত্র পুত্র মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আযম রাহবারে আলম শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)।
উরস্ শরিফে চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার আশেক-ভক্ত অনুরক্তের আগমনে গাউসিয়া হক মনজিলসহ পুরো মাইজভাণ্ডার শরিফ এলাকা আল্লাহু আল্লাহু যিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে।
মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহ্ সুফি আলহাজ হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) আখেরি মুনাজাতে পৃথিবী নানাপ্রান্তে যে যেখানে নির্যাতিত অবস্থায় আছেন এবং মজলুম অবস্থায় আছেন ও যুদ্ধবিধ্বস্ত নানান সংকটে বিপর্যস্ত অবস্থায় আছেন সকলের উপর আল্লাহ’র রহমত কামনা করেন।
বিশেষত বাংলাদেশে আপামর সাধারনের আর্থিক, সামাজিক, পারিবারিক সংকট হতে মুক্তি কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
তিনি নির্বিঘ্নে উরস শরিফ সম্পন্ন হওয়াতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইয়ুথ সদস্য, আনসার বাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ও আশেক-ভক্ত-মুরিদ-যায়েরীনদের উত্তম প্রতিদানের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।