রুমেন চৌধুরী, চট্টগ্রাম
চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শায়লা আক্তার ঝুমা’র মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পরিষদের নেতৃবৃন্দরা। শায়লা আক্তার ঝুমা একই সাথে দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
রবিবার (২১মে) এক সংবাদ বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেছেন সভাপতি সৈয়দ মিজানুউল্লাহ সমরকান্দি ও সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার আলম।
এর আগে শনিবার (২০মে) পরিষদের সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শায়লা আক্তার ঝুমা’র মা মরহুম গোলতাজ বেগম নগরীর দেওয়ানহাট ১নং সুপারিওয়ালা পাড়ার ওমর মিয়া সওদাগর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১০:৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জননী।
মরহুমার ছোট মেয়ে শায়লা আক্তার ঝুমা জানান, তার মা দীর্ঘ দিন ধরেই হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা করে আসছিলেন। তবে শনিবার রাতে ওই রকম কোন খারাপ লক্ষণ দেখা না গেলেও বিভিন্ন পারিবারিক চিন্তা থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার উনাকে মৃত্যু বলেন।
তিনি বলেন, তার বাবা মরহুম ইসহাক মিয়া ২০১৫ সালে ১৫ ফেব্রুয়ারি মারা যান। আট বছর পর মা’কে হারিয়ে অনেকটা ভেঙ্গে পড়েছে পরিবারের সদস্যরা। ঝুমার নানা বাড়ি অর্থাৎ মা গোলতাজ বেগমের নিজ বাড়ি নগরীর ৩২নং এয়ায়েত বাজার বাকী সওদাগর বাড়ি বলে যোগ করেন তিনি।
মরহুমার নামাজে জানাজা রোববার দুপুরে বাদ যোহর বায়তুশ শরফ মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং নগরীর বাইশ মহল্লার চৈতন্য গলি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় সাংবাদিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
নামাজে জানাজায় সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা লায়ন মাওলানা মুহাম্মদ ইউসুফ, উপদেষ্টা আব্দুল মোমিন, মোঃ শহীদুল ইসলাম, সভাপতি সৈয়দ মিজানুউল্লাহ সমরকান্দি, সিনিয়র সহ-সভাপতি রুমেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।