নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এসময় চারটি কাভার্ডভ্যান ও ৬১৪টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।রবিবার (২৬ মার্চ) এ অভিযান চালানো হয়।
পরদিন সোমবার র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
র্যাব জানায়, গ্যাস সিলিন্ডারগুলো অনিরাপদ পদ্ধতিতে কাভার্ডভ্যানে স্থাপন করা হয়েছে। এগুলোর মেয়াদ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিলিন্ডারগুলো অনেক পুরাতন এবং কখনোই এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়নি।
র্যাব আরও জানায়, সিলিন্ডারগুলো থেকে অনিরাপদভাবে একটি ডিস্ট্রিবিউশন মেশিনে লাইন নিয়ে সেখান থেকে অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে গ্যাস দেওয়া হয়। আবার মেশিনে থাকা বৈদ্যুতিক সংযোগটিও অবৈধভাবে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক সংযোগ থেকে যেকোনো সময় শর্ট সার্কিট হয়ে অগ্নিসংযোগ হতে পারে এবং বড় আকারের বিস্ফোরণ ঘটতে পারে।