সীতাকুন্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিলের বাড়িতে হামলা, তার বোন ও বৌদির শ্লীলতাহানির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হাসেমসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ার হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ এলাকার মৃত আবুল মুনসুর চৌকিদারের ছেলে মো. হাসেম প্রকাশ আবুল হাসেম (২৮), এলাকার নুর সোলেমানের ছেলে মো.আকবর (২৩) ও মো. রাকিব (২৪)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার বিকেলে সাংবাদিক সবুজের বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে আম পাড়তে আসে পাশের গ্রামের হাসেমসহ একদল দুস্কৃতিকারী। এসময় সবুজের পরিবার বাধা দিলে দুস্কৃতিরা হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিরা পালিয়ে যায়। কিন্তু আমরা তাদেরকে সারারাত খুঁজেছি। শনিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে মিরসরাই উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।