হাটহাজারীতে মন্দির ভাংচুর মামলায় মিরসরাইয়ে গ্রেপ্তার বিএনপির তিন নেতা

হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় করা মামলায় বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬০), যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলাম (৩৫) নামে তিন জনকে মিরসরাই থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) রাতে মীরসরাই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তারা তিন জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। ১৪ অক্টোবর মামলাটি করা হয়। মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত মিলে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মীরসরাই থানার এসআই সাইদ হোসেন বলেন, ‘তাদের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হা

টহাজারী থানার এসআই আকরাম হোসেন বলেন, ‘গত ১৩ তারিখে হাটহাজারী এলাকায় মন্দির ভাঙচুরসহ সহিংসতার ঘটনায় বিএনপি তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। গ্রেফতারের পর সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’