জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের শোক

নগর প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজান উপজেলার কৃতি সন্তান, জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড।

শনিবার ২রা অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডএর মধ্য দিয়ে এ শোক বার্তা জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের অধীন সকল সহকারী কমান্ডার, থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু ও সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান।