পটিয়া প্রতিনিধি:
চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে।
চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় প্রবীন রাজনৈতিক মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, ২২ সেপ্টেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে যান। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।