নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা জোহরা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নগরের আন্দরকিল্লার কদম মোবারক কবরস্থানে ফুল দিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে হানিফ ও বিপ্লব বড়ুয়া বৃহস্পতিবার এশার নামাজের আগে কদম মোবারক কবরস্থানে যান। সেখানে মরহুমা ফাতেমা জোহরা বেগমের কবরের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপস্থিত আওয়ামী লীগ নেতারা।
কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মরহুমা ফাতেমা জোহরা বেগমের ফাতেহাতে অংশ নেন আওয়ামী লীগ নেতারা।
গত সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই নগরপিতার মা। বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।