চন্দনাইশ প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ ও সাতকানিয়ায় তিন হাজার গরিব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
রোববার (১০ অক্টোবর) দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে ঘুরে তিনি বস্ত্র বিতরণ করেন।এসময় তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে কোন ধরনের যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য সরকারের কঠোর নজর রয়েছে। সরকার শুধু নজরদারি নয় সনাতন ধর্মালম্বী মানুষ যাতে ভালোভাবে তাদের প্রধান এ ধর্মীয় উৎসব পালন করতে পারে সে দায়িত্বও পালন করছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুরানগড় ইউনিয়ন আ’লীগের সভাপতি আ ফ ম মাহবুবুল হক সিকদার, সাধারণ সম্পাদক এফ এম আতাউল ইসলাম, দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, হাশিমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহাবুবুল আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুর রহিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলার সাধারন সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্তী, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি পিযুষ সিংহ হাজারী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক প্রবীন দাশ সুমন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, চন্দনাইশ উপজেলা আ’লীগ নেতা জসিম উদ্দিন, আবদুর ছফুর, মাষ্টার চৌধুরী আমির মোঃ ফোরকান, মাষ্টার রূপক কান্তি ঘোষ, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন আ’লীগের সদস্য আকতার উদ্দীন চৌধুরী, ৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি বাবু কল্লোল দাশ, আওয়ামী লীগ নেতা বাবু সনজিত চন্দ্র সিকদার, মাষ্টার সুদর্শন দাশ, গুপ্ত বিশ্বজিৎ দাশ গুপ্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জামাল মিয়া, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আলম খান, চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ফখরু, উপজেলা ছাত্রলীগ নেতা ইরফান আহমদ শুভ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মিয়া, কাশেম আলী, আবু তালেব, এহসান বেগ, বিপ¬ব কান্তি ধর প্রমূখসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এছাড়াও পূজা পরিষদ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।